-Advertisement-

সংবাদপত্রের পি.ডি.এফ এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বেআইনি –

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বর্তমানে বিভিন্ন সংবাদপত্রগুলি পি.ডি.এফ ফরম্যাটে জনগণকে খবর অনলাইনের মাধ্যমে সম্প্রচার করতে চাই । এর দৌলতে সংবাদপত্রের গ্রাহক না হয়েও দিব্যি সেই সংবাদপত্রের খবর পড়ে ফেলেন ।
তবে এইবার সেই সুযোগের দিন শেষ হতে চলেছে । কারণ সংবাদপত্রের পি.ডি.এফ ফরম্যাট অনলাইনে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটা বেআইনি বলে জানিয়েছেন সব আইনজীবীরা । তবে এইবার সেই সুযোগের দিন হয়তো এইবার শেষ হতে চলেছে ।
এইভাবেও অনেক সময় মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা । এই বিষয়ে সম্প্রতি তীব্র সমালোচনা করেছে দেশের প্রিন্ট পাবলিকেশনের অ্যাপেক্স বডি ইন্ডিয়ান নিউজপেপার সেসাইটি (Indian Newspaper Society)।
সংবাদপত্র ডাউনলোড করার প্রবণতা বন্ধ করা না হলে শুধু যে সংবাদপত্রের ব্যবসা এবং সেখানে কর্মরত হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন তাই নয়, ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার আশঙ্কাও থেকে যাবে বলে মনে করছে ইন্ডিয়ান নিউজপেপার সেসাইটি (Indian Newspaper Society)। 

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-