সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পাকিস্তান আবারো সীমান্ত চুক্তি লংঘন করে গোলা বৃষ্টি ও মর্টার হামলা চালায় ।
শেষ পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের গোলাবর্ষণে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে । পাকিস্তান সীমান্ত চুক্তি লংঘন করে একের পর এক আঘাত এনেই চলেছে ভারতের বিরুদ্ধে । পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলা বৃষ্টি ও মর্টার চালায় পাকিস্তান। এতে এক জওয়ান শহিদ হয়েছেন ও অন্যদুজন দু’জন গুরুতর আহত হয়েছেন। সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনাদের ছাউনি লক্ষ্য করে একের পর এক গোলা বৃষ্টি ও মর্টার হামলা চালাতে শুরু করে পাকিস্তান । যদিও এর পালটা উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের পালটা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র মারফত খবর রয়েছে। বেশ কিছুদিন আগে ভারতীয় সেনা , অধিকৃত কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলের ওপারে থাকা একাধিক পোস্ট উড়িয়ে দিয়েছিল।
পরিসংখ্যান বলছে গত ছয় মাসে পাক সেনা ভারত সীমান্তে ২০০০ বারেরও বেশি সময় হামলা চালিয়েছে। বিনা প্ররোচনাতেই এই হামলা চলেছে বলে খবর।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল দেবেন্দর আনন্দ শনিবার জানান যে – “২০২০ সালে সীমান্ত বারবার উত্তপ্ত করে তুলেছে পাকিস্তানের সেনা । নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমাগত হামলা চালানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে”। তিনি এদিন এও বলেন যে- “জুন মাসের প্রথম ১০ দিনেই ১১৪ বার হামলা চালিয়েছে পাক সেনা। যেখানে ২০১৯ সালে গোটা জুন মাসে ১৮১ বার হামলা চলেছিল। ২০১৮ সালে জুন মাসে হামলা হয়েছিল ১৮ বার”।
…AG
আবারো পাকিস্তান এল.ও.সি তে মর্টার হামলা চালাল , শহিদ জওয়ান –
-Advertisement-