সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আনলক ওয়ান চলাকালীন দেশে হু – হু করে বাড়ছে করোনার সংক্রমণ । অনেকে এও মনে করেন যে আনলক ওয়ান এ মানুষ একটু বেশি স্বাধীনতা পেয়ে বসেছে লকডাউন এর তুলনায় । আনলক ওয়ান এ শপিংমল , মার্কেট , যানবাহন ইত্যাদি অনেক কিছুই খুলে গেছে । এর ফলে আমাদের দেশে করোনা সংক্রমনের হার হু হু করে বেড়ে চলেছে । ভারত এখন করোনা সংক্রমণে , বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ।
গতকালের তথ্য অনুযায়ী – ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গতকাল ৩.২ লক্ষেরও বেশি , মোট ৩,২০,৯২২ জনের কেস গতকাল রেকর্ড হয়েছে । করোনায় গতকালে মৃত্যু মোট ৯,১৯৫ জনের , গতকাল অব্দি । গত ২৪ ঘন্টায় গতকাল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১,৯২৯ জনের এসে দাঁড়িয়েছে ।
গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩১১ জনের এসে দাঁড়িয়েছিল গতকাল।
প্রতি দিনই নতুন সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে দেশে। আগের দিনের সংক্রমণের রেকর্ড ভেঙে যাচ্ছে পরের দিনই। আর সেই আবহেই গোটা দেশ জুড়ে মানুষের প্রশ্ন, তবে ফের কি লকডাউন ঘোষণা করতে পারে কেন্দ্র?
৩০ মে লকডাউন শেষ হয়ে ১ জুন আনলক ওয়ান আসার পর ভারতে সংক্রমণের তালিকা উপরে উঠে আসছে, তাতে উদ্বেগও বাড়ছে হু হু করে। একদিকে লকডাউন এর কারণে মানুষের জীবন জীবিকায় টান, অন্য দিকে আনলক পর্বে আরও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা — এই দুইয়ের মাঝে প্রবল টানাপড়েনের মধ্যেই থাকতে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোকে।
এই পরিস্থিতির মধ্যে আগামী মঙ্গল এবং বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইখানে কি আবারও নতুন করে লকডাউন জারি করার ভাবনা-চিন্তা চলবে ? সেটা তো বলবে সময় । এরমধ্যে আবার অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনলাইনে গুজব রটিয়েছে যে এবার নাকি ১৫ ই জুন থেকে কড়া ভাবে লকডাউন করা হবে এবং কারফিউ জারি করা হবে গোটা দেশে । কোথাও বলা হচ্ছে, ‘বাড়তে থাকা সংক্রমণ রুখতে আগের থেকে অনেক বেশি কড়া ভাবে লাগু করা হবে দেশ জোড়া লকডাউন। বন্ধ করে দেওয়া হবে বিশেষ ট্রেন এবং বিমান পরিষেবা।’
আবার কোনও মেসেজে লেখা, ‘১৫ জুন থেকে শুরু হচ্ছে লকডাউন – ৫ বা পঞ্চম দফার লকডাউন। বাস-ট্রেন থেকে শুরু করে বন্ধ করে দেওয়া হতে পারে বাজার দোকানও।’ গত শুক্রবার থেকে ভাইরাল হয়েছে এ রকমই আরও একটি বার্তা। সেখানে বলা হচ্ছে, ‘১৭ জুন থেকে ২২ জুনের মধ্যে ঘোষণা হতে চলেছে লকডাউন – ৫। এবার লকডাউন লাগু করার দায়িত্ব বর্তাতে পারে সেনা বা আধা সেনার হাতে।’
এই দ্রুত ছড়িয়ে পড়া সোশ্যাল মিডিয়া মেসেজের সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি ।
কিন্তু মাথায় রাখবেন এই দ্রুত ছড়িয়ে পড়া সোশ্যাল মিডিয়া মেসেজগুলির কোন সত্যতা নেই ।
…AG
আনলক – ১ তুলে দিয়ে আবারো কি নতুন করে লকডাউন ? এবার কি লকডাউন হবে কড়াকড়ি ? প্রশ্ন উঠছে দেশজুড়ে –
-Advertisement-