সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : শনিবার পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সাংবাদিক সাক্ষাৎকারে জানান – “গড়িয়ার বোড়ালের শ্মশানে মৃতদেহ কাণ্ড নিয়ে তদন্ত চায় রাজ্য বিজেপি” । ‘এতগুলো লাশ কোথা থেকে এল । ধাপাতে পোড়ানো হয়নি কেন। কার লাশ, তাদের পরিজনরা কি জানেন ?’। গড়িয়ার বোড়ালের শ্মশানে মৃতদেহ কাণ্ড নিয়ে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।
দিলীপ ঘোষ জানান যে রাজ্যপাল কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে ডেকেছিলেন এই বিষয়ে আলোচনা করবেন বলে , কিন্তু কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম রাজ্যপালের কাছে আসেননি ।
এই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ জানান – “সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের জানার অধিকার আছে” । “রাজ্যপালের সামনে যাওয়ার সাহস ফিরহাদ হাকিমের নেই বলেই উনি এড়িয়ে গিয়েছেন”।
ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন যে – “কলকাতার পুরসভার বিভিন্ন অপকীর্তি ঢাকতেই সরকার ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার প্রশাসক করেছে” । “উনি একজন অসফল মেয়র”।
…AG
এত লাশ কোথা থেকে এল ? , ধাপাতে পোড়ানো হয়নি কেন ? , চাই তদন্ত : দিলীপ ঘোষ –
-Advertisement-