সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : লাগাতার ৮২ দিন বন্ধ থাকার পর , অবশেষে সবার প্রিয় বেলুর মঠ আজ খোলা হল।
ভক্তদের জন্য বেলুড় মঠে দর্শন করার সময়সূচি গুলি হলো – সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত অনুমতির প্রবেশ দেওয়া হচ্ছে ।
বেলুড় মঠে দর্শন করতে হলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে এবং বেলুড় মঠের মূল ফটকের সামনে স্যানিটাইজার মেশিনেরও ব্যবস্থা করা হয়েছে । কড়া বিধিনিষেধের মাধ্যমে দর্শনার্থীদের বেলুড় মঠে প্রবেশ করানো হচ্ছে ।
বেলুড় মঠের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে – “ব্রহ্মানন্দ মন্দির , সারদা , রামকৃষ্ণ মন্দির , ও বিবেকানন্দ মন্দির আপাতত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে , তবে বেলুড় মঠের সব জায়গায় এখনই প্রবেশ করা যাবেনা” । বেলুড় মঠে ঢোকার আগে , বাইরে সোশ্যাল ডিসটেন্স মেনে লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে বেলুড় মঠের কর্তৃপক্ষের তরফ থেকে ।
মঠের সাধুরাই করছে থার্মাল স্ক্রিনিং এবং শরীরের তাপমাত্রা বেশি থাকলে মঠের ভিতরে প্রবেশ করা নিষেধ করা হচ্ছে ।
…AG
অবশেষে খুলল বেলুড় মঠ , দীর্ঘ ৮২ দিনের পর –
-Advertisement-