-Advertisement-

২৪ ঘন্টায় ৬০ বার ভারতের ভূমি কেঁপে উঠলো –

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সম্প্রতি বেশ কয়েকদিন ধরে ভারতের ভূমি ভূমিকম্পে কেঁপে চলেছে ।
জিওলজি সূত্রে খবর : ২৪ ঘন্টায় ভারতের মাটি ৫০ শের বেশি বার কেঁপে উঠেছে । সূত্রের খবর ১৩১৪ ই জুন , ওই দুদিনে ২৪ ঘন্টায় ৬০ বার কেঁপে উঠেছে । ভূমিকম্প সংক্রান্ত একটি ওয়েবসাইটে সোমবার (১৫ জুন) এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, শুধু ১৪ জুন দুনিয়াজুড়ে কমপক্ষে ৫০টি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ তীব্রতা ছিল ৫.৪, সর্বনিম্ন ২.৫। ভারত ছাড়াও কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়া, হাওয়াই, পুয়ের্তো রিকো, মায়ানমার, জামাইকা, আলাস্কা, তুরস্ক, জাপান, ইরান ও ফিলিপিন্সে। উল্লিখিত এই দেশগুলির মধ্যে অনেক জায়গাতেই ২৪ ঘণ্টার মধ্যে একাধিক বার ভূমিকম্প হয়েছে। ভারতের গুজরাতই ভূমিকম্প ও তার আফটার-শকে কেঁপেছে বেশ কয়েক বার। আগ্নেয়গিরির লাভাস্রোতের কারণে এর মধ্যে কয়েকটি দেশ ‘রেড জোন’ অর্থাত্‍,‌ ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যেই পড়ে। ভূমিকম্প সেখানে নতুন কিছু নয়। পৃথিবীর অভ্যন্তরে সাতটি প্লেট বা শিলা অনবরত ঘুরে চলেছে। যেখানে এই প্লেটগুলির সংঘর্ষ বেশি হয়, তাকে বলে ‘জোন ফল্ট লাইন’। প্লেটগুলির কোণে কোণে বারবার আঘাতের ফলে, একটা চাপ সৃষ্টি হয়। তখন প্লেটগুলি ভাঙতে শুরু করে। যার জেরে ভূ-গর্ভে এনার্জি বা শক্তি তৈরি হয়। সেটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে। মাটি কেঁপে ওঠে। সবকিছু দুলতে থাকে। এ ভাবে মাটির নীচে যখন দু’টি ব্লক অথবা দু’টি শিলার মধ্যে সংঘর্ষ হয়, তখন সেগুলো নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে যায়। তবে, এটি খুব ধীরে হয়। ভেঙে যাওয়া এই শিলাগুলো একে অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকে। একে অপরের ওপর চাপ সৃষ্টি করে। যখন শিলাগুলো ভাঙে, তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-