সংবাদ ভাস্কর নিউজ : তারই একটি নমুনা তুলে ধরা, দুর্গাপুরের একটি বেসরকারী স্কুল কতৃপক্ষ।
দুর্গপুর শিল্পাঞ্চল এর বিভিন্ন বেসরকারী ইংলিশ ও বাংলা মিডিয়াম স্কুল ও কলেজে এই করোনা মহামারী আবহে অস্বাভাবিক ফী বৃদ্ধির প্রতিবাদে বার বার সরব হয়েছে দুর্গাপুরের অধিকাংশ গার্জিয়ান ফোরামগুলি |

একাধিকবার স্কুল ও কলেজ কতৃপক্ষকে আবেদন জানিয়েও কোনও রূপ ফল না মেলায় , আজ দুর্গাপুরের বিধাননগর এর একটি বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুলের গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে ওই স্কুলের প্রিন্সিপাল এর সাথে একটি সমাধান মূলক আলোচনা করা হয় , সচেতন মূলক বিধি মেনে |

গার্জিয়ান ফোরাম ও স্কুল কপিতৃপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পরেও স্কুল কতৃপক্ষ কোনোরূপ সমাধানে আসেনি | স্কুল কতৃপক্ষের এই রূপ আচরণ আবার যে একপ্রকার তুঘলকি আচরণের পরিচয় দিলো , সেই ব্যাপারে সন্দেহের কোনও প্রশ্নই নেই |