দুর্গাপুর : মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের ইস্পাত নগরীর সেকেন্ডারি রোডের নিকট বেশ কয়েকটি দোকান আচমকাই ভেঙে দিয়ে চলে যায় দুর্গাপুর স্টিল প্লান্ট কতৃপক্ষ | সেকেন্ডারি রোডের নিকট রাস্তা থেকে অনেকটাই দূরত্বে অভয় রুইদাস এর দোকান | ওই ব্যক্তির অভিযোগ তিনি দুপুর বেলায় অন্যত্র থাকা কালীন বিনা নোটিসে তার দোকান ও আরও দুটি দোকান আচমকাই ভেঙে দিয়ে যায় ডি এস পি কতৃপক্ষ | প্রতিবেশীদের নিকট খবর পেতেই তড়িঘড়ি অভয় রুইদাস তার দোকানে এসে দেখে যে দোকানের বেশ কিছুটা অংশই ডিএসপি কতৃপক্ষ ভেঙে দিয়ে যায় | একইসাথে ওই এলাকারই আরও দুটি দোকানও ভেঙে দেয় ডিএসপি |

কি করে এই করোনা আবহের মধ্যে যখন মানুষ হয়ে পড়েছে রুযীহীন ও অর্থহীন | তখন কিনা সহযোগীতার হাত বাড়িয়ে না দিয়ে দোকানগুলি একের পর এক ডিএসপি কতৃপক্ষ ভেঙে দিয়ে এক ক্রুর ও অমানবিকতার পরিচয় দিলো | দোকানের মালিক অভয় রুইদাসের সাথে আরও ক্ষতিগ্রস্থ দোকানের মালিকরা এই ঘটনায় একপ্রকার হতবাক | ডিএসপি কতৃপক্ষের নিকট ওই সমস্ত ক্ষতিগ্রস্থ দোকানগুলির মালিকরা একটাই প্রশ্ন রাখছেন যে তিনমাস লক ডাউনের ফলে কার্যত তারা একপ্রকার অর্থহীন ও কর্মহীন , তাই এই অমানবিক ঘটনার ফলে কার্যত আরও মেরুদন্ডহীন হয়ে পড়লো |