-Advertisement-

করোনার আতঙ্কে দম্পতির অনলাইন ডিভোর্স দিল্লি থেকে সরাসরি ! ভারতে প্রথম অনলাইন ডিভোর্স এর বিচিত্র ঘটনা –

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সূত্রের খবর – ভারতের বাংলা সংবাদমাধ্যম এ সময় জানিয়েছে, উভয়ের সম্মতিতেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই অনলাইনে যৌথ বিবৃতি প্রদান করেন।
তাদের সই করা ওই বিবৃতির সফট কপি আদালতের রেকর্ড হিসেবে জমা করা হয়। ডিভোর্সের পুরো প্রক্রিয়া অনলাইনে প্রত্যেকে নিজের বাড়িতে বসে সম্পূর্ণ করেছেন তারা।
অনলাইনে ডিভোর্স কার্যক্রম সম্পন্ন হলো ভারতের দিল্লির এক নিম্ন আদালতে । ভারতে প্রথম অনলাইন ডিভোর্স এর সারা ভারতে এই প্রথম এক বিচিত্র ঘটনা ।

-Advertisement-


জানা গেছে, হিন্দু বিবাহ আইন অনুযায়ী ২০১৭ সালে বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু বিয়ের সময় দেনাপাওনা নিয়ে তাদের মধ্যে বিবাদ দেখা দেয়। ফলে বিয়ের এক বছর পর থেকেই ওই দম্পতি আলাদা থাকতে শুরু করেন।
পরস্পরের সম্মতিতেই তারা বিবাহ বিচ্ছেদের মামলাও করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই দম্পতির ডিভোর্সের আবেদনে সম্মতি দেয় নিম্ন আদালত। উভয়ের সম্মতিতেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই অনলাইনে জয়েন্ট স্টেটমেন্ট দাখিল করেন।
তাদের সই করা বিবৃতির সফট কপি আদালতের রেকর্ড হিসেবে জমা করা হয়। উভয় পক্ষই ডিভোর্সের পুরো প্রক্রিয়া অনলাইনে নিজের বাড়িতে বসেই সম্পূর্ণ করেছেন।
শুধু দম্পতি নয়, এবং সেই সাথে তাদের আইনজীবী, আদালতের বিচারক দীপক গর্গ এবং আদালতের অন্য কর্মচারীরা সবাই নিজেদের বাড়িতে বসেই অনলাইনে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন ।
এই ভাবেই যদি অনলাইনে দাম্পত্য জীবনের সমাধান করা যায় তাহলে সমস্ত আদালতে বিচারাধীন মামলাগুলি দ্রুত সমাধান করা সম্ভব হবে ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-