সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ভারতে গত কয়েক বছরে আত্মহত্যার হার উল্লেখজনক হারে বেড়েছে। জাতীয় অপরাধ খতিয়ান ব্যুরোর হিসেব অনুযায়ী, ২০১৮ সালে দেশে মোট ১,৩৪,৫১৬ জন আত্মঘাতী হন, যা ২০১৭ সালের তুলনায় ৩.৬% বেশি।
অধিকাংশ আত্মহত্যার পিছনেই গভীর মানসিক অবসাদের উপস্থিতি জানা গিয়েছে। পেশাগত সমস্যা, ব্যক্তিগত সম্পর্ক, শিক্ষাগত উচ্চাকাঙ্ক্ষা ও নিদারুণ প্রতিযোগিতার মতো বিভিন্ন কারণে চরম অস্তিত্ব সংকট দেখা দেওয়ার জেরে গভীর অবসাদ শিকড় বিছিয়ে দিচ্ছে নাগরিক মনে।
মানসিক চাপ সহ্য না করতে পেরে তাই অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। সম্প্রতি ঘটে যাওয়া বলিউডের প্রতিশ্রুতিমান অভিনেভা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পিছনে মানসিক অবসাদের আভাস পেয়ে সতর্ক হল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে যে – “কথা বলুন” । “মনের ভিতরে যা কিছু আছে , তা কথার মাধ্যমে প্রকাশ করুন” । “সমস্ত আবেগ বেরিয়ে যেতে দিন” । “অন্ধকার সুড়ঙ্গের শেষ সব সময় আলো রয়েছে” । “কোনও রকম সমস্যা থাকলে ১০০ নম্বরে ডায়াল করুন” । “আমরা আপনাকে সাহায্যের জন্য অপেক্ষায় আছি” ।