সংবাদ ভাস্কর নিউজ :বৃহস্পতিবার ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আওতায় দেশের ছয়টি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থানের কথা বলা হলেও, এই তালিকায় বাংলার কোনও উল্লেখ নেই।
নোভেল করোনাভাইরাসের প্রকোপ সামাল দিতে গত ২৪ মার্চ দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটানা দু’মাসব্যাপী সেই লকডাউনের পর সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও, এখনও দেশের বিভিন্ন প্রান্তে কর্মহীন অবস্থায় রয়েছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। তা নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছেন বিরোধীরা। তার মধ্যেই এ দিন এই প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।