-Advertisement-

ভারতে সাইবার হানার ছক কষেছে চিনা মদতপুষ্ট হ্যাকাররা:

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ : ভারতে সাইবার হানার পরিকল্পনা করেছে চিনা সেনার মদতপুষ্ট দুটি হ্যাকার গোষ্ঠী। এর জন্য ভারতকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমনই সতর্কবার্তা দিয়েছে, সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা সাইফার্মা।

-Advertisement-

করোনা ভাইরাস নিয়ে সতর্কতা দেওয়ার আড়ালে সাফ করা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য।

ওই দুই হ্যাকার গোষ্ঠীর তালিকায় রয়েছে সাতটি দেশ। তার মধ্যে ভারতও রয়েছে।  বিভিন্ন  সংস্থা ও ব্যক্তিগত ই-মেইল আইডিতে মেইল করে কোনও একটি ওয়েবসাইটে যেতে বলবে। আর সেই প্রলোভনে পা দিয়ে কোনও তথ্য দিলেই বিপদ।

-Advertisement-

সিঙ্গাপুরেরর ওই সংস্থার আশঙ্কা, দেশের বেশ কয়েকটি মিডিয়া সংস্থা ছাড়াও দেশের বড় টেলিকম সংস্থা গুলিকে নিশানা করতে পারে হ্যাকাররা।

-Advertisement-

সাইফার্মার চেয়ারম্যান কুমার রীতেশ জানিয়েছেন, স্টোন পান্ডা ও গথিক পান্ডা নামে ওই দুই সাইবার গোষ্ঠী হামলা চালানোর পরিকল্পনা করেছে। এর টর নামে একটি ব্রাউজার ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত ওই হানার কথা মাথায় রেখেই কেন্দ্র ৫১টি চিনা বা চিনের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-