সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : গতকাল বেহালায় , সত্যেন রায় রোডে , ১১ পল্লী ক্লাবের নিকটবর্তী এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু । বাড়ির ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হলো , পুরো মেঝেতে রক্ত এবং হাতে কাটা দাগ দেখা যায় ।
মৃত ব্যক্তির নাম গৌতম চক্রবর্তী , বয়স হয়েছিল ৪০ বছর । মৃত ব্যক্তির কাকিমার দাবি – “বাড়িতে একাই থাকতেন গৌতম চক্রবর্তী , পেশায় নিরাপত্তারক্ষী গৌতম চক্রবর্তী হতাশায় ভুগছিলেন , তিনি ডাক্তার ও দেখাতেন” ।
প্রতিদিন তিনি খুব সকালে ঘুম থেকে ওঠেন , তবে গতকাল বাড়ির সদস্যরা দেখেন যে সকাল ১১ টায় তিনি দরজা খুলছেন না । বাড়ির লোকেরা তাঁর বন্ধুদের সাথে যোগাযোগ করে এবং অনেক ডাকাডাকির পর সাড়া না পাওয়ায় বেহালা থানায় খবর দেওয়া হয় । পুলিশ আসার পর দরজা ভেঙে গৌতম চক্রবর্তীর দেহ ঘর থেকে উদ্ধার করা হয় ।
পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা হতে পারে , কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট আসার পর পুরো ব্যাপারটা পরিষ্কার হবে ।
…AG