-Advertisement-

হ্যাকারদের ফাঁদে কলকাতার পড়ুয়ারা –

কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর : সূত্রের খবর অনলাইন ক্লাস চলাকালীন তাঁদের অজান্তেই ঢুকে পড়ছে হ্যাকাররা। যার জেরে ভয়ংকর অভিজ্ঞতা হচ্ছে পড়ুয়াদের। আতঙ্কে কাঁটা হয়ে যাচ্ছে খুদেরা ।
যার প্রভাব পড়ছে ব্যক্তি জীবনে। কিন্তু কেন নিষেধাজ্ঞা সত্ত্বেও এই অ্যাপ ব্যবহার করে বিপদে ফেলা হচ্ছে পডুয়াদের? এ বিষয়ে মুখ খুলতে চাইছে না স্কুলগুলি ।
প্রতিটি স্কুল,কোম্পানির কনফারেন্স থেকে সতর্ক থাকতে হবে ZOOM app চলাকালীন না হলে হ্যাকারদের ফাঁদে পড়তে হবে ।

-Advertisement-


নিষেধাজ্ঞা সত্ত্বেও সুরক্ষা নিশ্চিত না করে কলকাতার নামী স্কুলে এই অ্যাপ ব্যবহারে ক্ষুব্ধ অভিভাবকরা । দীর্ঘদিন ধরে বিজেপি সরকার জানিয়ে আসছে যে ,
ZOOM অ্যাপ ব্যবহারকারীর জন্য সুরক্ষিত নয়। বাধ্যতামূলক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দিয়েছিল । কিন্তু তা সত্ত্বেও লকডাউনে বিভিন্ন অফিস থেকে স্কুল, সকলেই চুটিয়ে ব্যবহার করেছে ওই অ্যাপ ।
বিপদও হয়েছে । ওই অ্যাপ ব্যবহার করে এবার হ্যকার হানার শিকার কলকাতার এক অভিনেতার মেয়ে ।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বহুল ব্যবহৃত ওই অ্যাপটি মোটেও সুরক্ষিত নয়। তাই সেটি ব্যবহার না করাই শ্রেয়। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় এখনও ZOOM অ্যাপেই চলছে কনফারেন্স ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-