-Advertisement-

হেভিওয়েট তৃণমূল নেতার ইস্তফা পার্থর কাছে , – জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর : তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের আটকাতে তৃণমূলের অন্দরে এবার শুরু হচ্ছে শুদ্ধিকরণ ।
ঘূর্ণিঝড় অ্যাম্ফানের কারণ থেকে শুরু করে করোনা ভাইরাসের সময় মানুষের পাশে না দাঁড়িয়ে অনেক তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে ।
রীতিমত হিমশিম খেতে হচ্ছে রাজ্যের শাসক দল কে । তৃণমূল বাঁচাও কমিটির নাম করে পূর্ব মেদিনীপুর জেলার পরিষদের কর্মাধ্যক্ষ সোমনাথ বেরার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্টার পড়তেও দেখা যায় ।

-Advertisement-


তারপর থেকেই অস্বস্তিতে পড়েন তৃণমূল কংগ্রেস । সম্প্রতি আমরা জানতে পারি জেলাশাসক তথা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার পার্থ ঘোষের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন ।
তৃণমূলের সূত্রে আমরা জানতে পারি , জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারীর নির্দেশেই সোমনাথ বাবুকে ইস্তফা দিতে হয়েছে । তবে এই ব্যাপারে সোমনাথ বাবু প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না ।
তিনি অবশ্য জানিয়েছেন যে , ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন ।
এখন এইভাবে নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিলে দলের ভিতরেই বিদ্রোহ জন্ম নিতে পারে । গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে , সেই দিকে নজর রাখছেন তৃণমূল সরকার ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-