সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দিনের পর দিন ডিজেল ও পেট্রোলের দাম হু – হু করে বেড়েই চলেছে । ভাড়া বৃদ্ধির ফলে দাবি নিয়ে টানাপোড়েন চলছে প্রশাসনের সঙ্গে ফোনে পথে বেরিয়ে সাধারন মানুষরা দুর্ভোগের শিকার
হচ্ছেন । এই পরিস্থিতিতে হুগলি চন্দননগর থেকে কলকাতা শহরের সঙ্গে মেলবন্ধন ঘটাচ্ছে জলপথে । এক্ষেত্রে সময় লাগবে ১ ঘন্টা ৪৫ মিনিট । নবান্ন সূত্রে খবর : প্রতিদিন সকাল আটটায় চন্দননগর থেকে ওয়াটার বাস ছাড়বে।
মিলেনিয়াম পার্কে এসে পৌঁছবে সকাল ৯ টা ৪৫ মিনিটে । আবার বিকেল ৪টে’র সময় মিলেনিয়াম পার্ক থেকে এই ওয়াটার বাস ছাড়বে। সেটি চন্দননগরে গিয়ে পৌঁছবে ৫টা ৪৫ মিনিটে। গত শুক্রবার এর ট্রায়াল রান হয়েছে বলে জানা গিয়েছে।
মিলেনিয়াম থেকে চন্দননগর পৌঁছনর মাঝে শ্রীরামপুর ব্যারাকপুর, শেওড়াফুলির মধ্যে কোনও একটি জায়গায় থামবে বলে জানা গিয়েছে। এ ক্ষেত্রে মাথাপিছু ভাড়া ধার্য করা হয়েছে ৩২০ টাকা। শেওড়াফুলি কিংবা ব্যারাকপুর থেকে কলকাতায় আসতে খরচ পড়বে ২৫০ টাকা।
ফেরি সার্ভিস চালু করার আগে চন্দননগর জেটির সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখছেন পরিবহন দফতর ও পুলিশ আধিকারিকরা।
কলকাতার সঙ্গে চন্দননগরের এবার থেকে সরাসরি মেলবন্ধন জলপথে –
-Advertisement-