সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : এবার থেকে আপনারা গুগলে যেকোনো ছবির সত্যতা যাচাই করার সুযোগ পাবেন ।
এখন থেকে আপনি গুগলে ছবি সার্চ করলে থাম্বনেইল ইমেজ রেজাল্টে ফ্যাক্ট-চেকিং ল্যাবেল পেতে পারেন। ছবি বড় করতে এই রেজাল্টে ক্লিক করলে ফ্যাক্ট-চেক বিষয়ক সংক্ষিপ্ত একটি বর্ণনা পাওয়া যাবে।
এটি নির্দিষ্ট কিছু ছবির ক্ষেত্রে হতে পারে, আবার কোনো আর্টিকেলের ছবির ক্ষেত্রেও হতে পারে। ছবিতে ফ্যাক্ট-চেকিং ল্যাবেল যোগ করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।
বিভ্রান্তিকর তথ্য থেকে ব্যবহারকারীদের রেহাই দিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে টুইটার তাদের নীতিমালায় এই প্রক্রিয়া যুক্ত করে। ছবি-ভিডিও’র অন্তর্নিহিত ওয়েব পেজের সঙ্গে যুক্ত থাকবে নতুন ল্যাবেল।
‘পৃথিবীতে কী ঘটছে, সেটি ছবি এবং ভিডিও দিয়ে সহজে বোঝা যায়। কিন্তু মাঝেমাঝে এসব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়,’ মন্তব্য করে গুগলের প্রোডাক্ট ম্যানেজার হ্যারিস কোহেন বলেন, ‘এ বিষয়ে মানুষকে সতর্ক করতে আমরা গুগলের ছবিতে ফ্যাক্ট-চেকিং সতর্কতা যোগ করার সিদ্ধান্ত নিয়েছি ।
এর ফলে মানুষ আরও বেশি সঠিক তথ্য জানার সুযোগ পাবে।’
গুগলের তথ্য মতে, স্বাধীন ফ্যাক্ট-চেকারদের দ্বারা ক্লেইমরিভিউ ডেটাবেজ ভিত্তিতে নতুন ল্যাবেল যোগ করা হবে।
গুগোল এর দ্বারা জানানো হয়েছে – “নতুন সিদ্ধান্ত সার্চ র্যাংকিংয়ে কোনো প্রভাব ফেলবে না” ।
সূত্রের খবর – দেশ রূপান্তর