-Advertisement-

দিন দুপুরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে চললো গুলি :

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের বিগ বাজারের কাছে একটি বেসরকারী ব্যাংকের সামনে হঠাতই গুলি চালানোর ঘটনায় একপ্রকার হতচকিত সমগ্র দুর্গাপুরবাসী | সূত্রের খবর অনুযায়ী ওই বেসরকারী ব্যাংকের এক নিরাপত্তা রক্ষী নিজেরই বন্দুকের গুলিতে গুরুতর জখম হয়েছেন আজ দুপুরে |

-Advertisement-

তাঁকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে | পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বাসিন্দা ওই নিরাপত্তা রক্ষীর নাম সেখ আলাউদ্দিন | সূত্র থেকে জানাগেছে সিটি সেন্টারের ওই বেসরকারী ব্যাংকের থেকে ওই ব্যাংকেরই বিভিন্ন এটিএম কাউন্টারে টাকা ভরার একটি বেসরকারী এজেন্সীর ক্যাশ ভ্যানে নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন ওই ব্যক্তি |

প্রত্যক্ষ দর্শীদের কথা অনুযায়ী রোজকার মতন আজও তিনি অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে ওই ব্যাংকে এসেছিলেন গাড়িতে টাকা তুলতে। অন্যান্য সহকর্মীরা ব্যাংকের ভেতরে ঢুকলেও তিনি ব্যাংকের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাতই ওই নিরাপত্তারক্ষীর নিজের সার্ভিস বন্দুকের ট্রিগারে হাত লেগে ফায়ার হয়ে তার পায়ে গুলি লাগে | একইসাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন |

-Advertisement-

আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় সেখ আলাউদ্দিন পরে রয়েছেন। সাথে সাথে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে ও আহত ওই নিরাপত্তারক্ষীকে স্থানীয় গান্ধী মোড়ের নিকট একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় | আহত ওই ব্যক্তির অবস্থা খুবই সঙ্কটজনক বর্তমানে | বুধবারের এই ঘটনায় সমগ্র সিটি সেন্টার এলাকায় যথেষ্ট আতঙ্কের বাতাবরণ তৈরী হয়েছে | সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে |

-Advertisement-

Written by SUKANTA BANIK CHOWDHURI

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-