সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : শেষ যাত্রায় তার বয়স হয়েছিল ৬০ বছর । দীর্ঘদিন ধরেই তমোনাশ বাবু ডায়াবেটিসে ভুগছিলেন ।
তমোনাশ ঘোষ ছিলেন ফলটা দক্ষিণ ২৪ পরগনা জেলার বিধানসভা কেন্দ্রের তিনবারের এমএলএ । গেল মাসে তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হন এবং উনার রিপোর্ট পজেটিভ আসে ।
চিকিৎসক মহলের দাবি : যেসব ব্যক্তিদের ডায়াবেটিস থাকে , সেই সব ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ।
করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুর ক্ষেত্রে ডায়াবেটিস ও করোনা এই দুটি ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন চিকিৎসক মহল ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে জানিয়েছেন – “ওঁর শূন্যতা পূরণ করা কঠিন হবে । আমাদের পক্ষ থেকে ওঁর স্ত্রী ঝর্ণা, দুই কন্যা এবং পরিজনদের সমবেদনা জানাচ্ছি” ।
“তিনি তাঁর সামাজিক কাজের মধ্য দিয়ে অনেক বেশি অবদান রেখেছিলেন” ।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রতিক্রিয়ায় জানিয়েছেন -‘‘তৃণমূল বিধায়ক তমোনাশবাবুর মৃত্যু আমাকে শোকাহত করেছে। এ ভাবে চলে যাওয়াটা মানতে পারছি না ।
করোনা সমগ্র মানবজাতির বিপদ । সকলকে সাবধানে চলার পরামর্শ দিল ওঁর অকালে চলে যাওয়া, এই মৃত্যু। মৃত তমোনাশবাবুর পরিবারের সকলের জন্য সমবেদনা জানাচ্ছি” ।
করোনায় প্রাণ হারালো তৃণমূল কংগ্রেসের ফলতার বিধায়ক তমোনাশেরের , ডায়াবেটিস মনে করছেন চিকিৎসক মহল –
-Advertisement-