সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করছেন ।
রাজ্য বিজেপি নিজের গুটি সাজাতে তৃণমূলের শক্ত ঘাঁটিতে নিজের থাবা বসাচ্ছে । এরকমই এক সম্প্রতি ঘটে যাওয়া পূর্ব মেদিনীপুরে অধিকারী গড়ে ভাঙন ধরিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শতাধিক কর্মীর ।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বিজেপি নেত্রী ভারতী ঘোষ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৮ তম আত্মবলিদান দিবস ও গৃহ সংকল্প পালন করতে এসেছিলেন । বিজেপি সূত্র থেকে দাবি সেইদিন তৃণমূল ছেড়ে 300 জন মহিলা কর্মী ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন । সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী, তাপস দোলাই, মন্ডল সভাপতি সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। অপরদিকে তমলুক সাংগঠনিক জেলা ময়নাতে প্রায় ৪০০ সংখ্যলঘু নেতা কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । তাদের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন তমলুক সাংগঠনীক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়ক ।
শিশির অধিকারীর ঘরে , যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপি থাবা বসিয়েছে এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্বের ।