-Advertisement-

শুভেন্দু কি এইবার গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন ?

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায় তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করছেন ।
রাজ্য বিজেপি নিজের গুটি সাজাতে তৃণমূলের শক্ত ঘাঁটিতে নিজের থাবা বসাচ্ছে । এরকমই এক সম্প্রতি ঘটে যাওয়া পূর্ব মেদিনীপুরে অধিকারী গড়ে ভাঙন ধরিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শতাধিক কর্মীর ।
এককথায় বলা যেতে পারে শুভেন্দু-গড়ে গেরুয়া ঝড় । কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বিজেপি নেত্রী ভারতী ঘোষ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৬৮ তম আত্মবলিদান দিবস ও ঘরঘর সংকল্প পালন করতে এসেছিলেন ।

-Advertisement-


মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর-১ মন্ডলের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ভীমেশ্বরীতে এবং পরবর্তীতে কলাবেড়িয়াতে, ভারতীয় জনতা পার্টির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত দলীয় কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ‍্য-নেত্রী ভারতী ঘোষ, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র, সুদাম পন্ডিত, তাপস দোলুই, জেলা সম্পাদক কৌশিক মন্ডল , এগরা বিধানসভার সাংসদ প্রতিনিধি আশিস নন্দ’সহ অন্যন্যরা। কয়েক বছর আগে একটা সময় ছিল যখন ভারতী ঘোষ কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতী ঘোষ কে মানসকন্যা বলে সম্মানিত করত ।
রাজ্যের বিজেপি নেত্রী ভারতী ঘোষ যখন আইপিএস অফিসার পদে ছিলেন , তখন ভারতী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জঙ্গলমহলের মা হিসেবে সম্মানিত করতেন । পরবর্তীকালে এই মা-মেয়ের সম্পর্কে ভাঙ্গন দেখা দেয় প্রকাশ্যে ।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস এর দিনে , তৃণমূলের শক্ত ঘাঁটি তৃণমূলের শক্ত ঘাঁটি শুভেন্দু অধিকারীর গরে রাজ্য বিজেপি নেত্রী ভারতী ঘোষ থাবা বসায় ও সেইদিন চারশোরও বেশি তৃণমূল কর্মী ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে প্রকাশ্যে ।
এদিন ভারতী ঘোষ নিজে জানিয়েছেন – “আজ সময় এসেছে , আসুন সবাই মিলে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে পৌঁছে তাদের সুখ দুঃখের সাথী হিসাবে পাশে থেকে স্বেচ্ছাচারী , অগণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস সরকারের পশ্চিমবঙ্গের মাটি থেকে মূলচ্ছেদ করে , ভারতীয় জনতা পার্টির সুশাসন সরকার প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গের গণতন্ত্র ও মানুষের ব‍্যক্তি স্বাধীনতা ফিরিয়ে আনি”।
ভারতী ঘোষের এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে যে আচমকা শুভেন্দু গড়ে এমন বড় ভাঙ্গন কেন ???
প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস থেকে ছেড়ে এসে ভারতীয় জনতা পার্টিতে এরকম প্রকাশ্যে শতাধিক কর্মীর যোগদান কোন অশান্তি বা জামেলা ছাড়াই তাও আবার তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে ?? , যে জায়গায় দুজনই বাবা ও ছেলে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী তৃণমূলের শক্ত ঘাঁটি ওই এলাকায় সামলাচ্ছি লো , রাতারাতি এমন কি হলো ?? যে একসাথে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী শুভেন্দু অধিকারীর নাকের ডগায় ভারতীয় জনতা পার্টিতে প্রকাশ্যে যোগদান করলো
পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে – 2021 এ কি ভারতীয় জনতা পার্টি , শুভেন্দু অধিকারী কে সামনে রেখে রাজ্যে ক্ষমতা দখল করবে ? এলাকায় জল্পনা তুঙ্গে

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-