
সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : লক ডাউন আবহে দুর্গাপুরে বিভিন্ন বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুল গুলির অস্যভাবিক ফী বৃদ্ধির প্রতিবাদে বার বার সরব হয়েছে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুলের গার্জিয়ান ফোরাম গুলি |


তারা স্কুল কতৃপক্ষের নিকট বার বার অস্যাভাবিক ফী বৃদ্ধি যাতে না করা হয় , সেই বিষয়ে দৃস্টি নিক্ষেপ করার জন্য শান্তিপূর্ণ আবেদন জানায় | কিন্তু ঐসমস্ত স্কুল কতৃপক্ষ তাদের তুঘলকি সিদ্ধান্তে একপ্রকার অনড় মনোভাব দেখিয়েছেন |

এরই প্রতিবাদে বার বার সরব হয়েছে দুর্গাপুর এর বিভিন্ন স্কুলের গার্জিয়ান ফোরামগুলি | শুক্রবার দুর্গাপুরের বিধাননগর এর একটি বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে দুর্গাপুর পাবলিক স্কুল গার্জিয়ান ফোরাম একটি সাধারণ সভার আয়োজন করে সমস্ত গার্জিয়ান দেরকে নিয়ে , একইসাথে সমস্ত প্রকার সরকারী সচেতনতাকে প্রাধান্য দিয়ে |