-Advertisement-

ফের করোনা থাবা দুর্গাপুরে , এবার করোনার কোঁপ দুর্গাপুর প্রশাসনিক ভবনে , আক্রান্ত এক সরকারী আধিকারিক –

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ দেস্ক : একের পর এক করোনা থাবা একপ্রকার যেন গ্রাস করে চলেছে সমগ্ৰ দুর্গাপুর শিল্পাঞ্চলকে | কখনও শহরের এ প্রান্তে তো আবার কখনও শহরের আরেক প্রান্তে | মহকুমা প্রশাসনিক ভবনের এক আধিকারিকের শরীরে মিললো করোনার অস্তিত্ব | যার ফলে সমগ্র প্রশাসনিক দপ্তর সিল করা হয়েছে | বেশ কিছুদিন ধরেই ওই আধিকারিক জ্বরে ভুগছিলেন | গতকাল একটি বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় | আজ তাঁর রিপোর্ট পজিটিভ আসে | আজই তাঁকে মলানদিঘীর বিশেষ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে | এই খবর পাওয়া মাত্রই সমগ্র প্রশাসনিক ভবনে এক প্রকার চাঞ্চল্য সৃস্টি হয় | প্রশাসনিক ভবনের সমস্ত দপ্তর আগামী সোমবার পর্যন্ত সিল করা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক অনির্বান কোলে | জেলাশাসকের নির্দেশ অনুসারে সমগ্র প্রশাসনিক ভবনে ইতিমধ্যেই সানিটাইজেশনের কাজ শুরু হয়েছে | মহকুমা প্রসাসনের দপ্তরের পাশাপাশি এই ভবনে রয়েছে মহকুমা আদালত | মহকুমা শাসক এসিজেএম কে অনুরোধ জানিয়েছেন যাতে আদালতও বন্ধ করা হয় | এছাড়াও এইখানেই রয়েছে আরও অনেক সরকারী দফতর | যার ফলে এই ঘটনার জেরে এক প্রকার চাঞ্চল্য স্বভাবতই তৈরী হয়ে যায় সমগ্র প্রশাসনিক ভবন জুড়ে | এই ভবনের সব কার্যালয়ই আগামী সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে | মহকুমা শাসক আরও জানান যে তাঁর দপ্তরের সমস্ত কর্মী সেল্ফ কোয়ারেন্টাইনে যাচ্ছেন প্রশাসনিক ভবনের আজই সমস্ত কর্মীর সোয়াব টেস্ট হচ্ছে | প্রশাসনিক ভবনের ওই অধিকারিকের সংষ্পর্ষে যারা এসেছেন , তাদের চিহ্নিতকরনের প্রক্রিয়া চলছে বলে জানান মহকুমা শাসক , তবে মানুষ যাতে অযথা আতংকিত না হয় , সেই আবেদনও করেছেন তিনি |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-