-Advertisement-

গগনচুম্বী বৃদ্ধি দেশে পেট্রোল ও ডিজেলের দামে , দুর্গাপুরে প্রতিবাদ মিছিল কংগ্রেসের –

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : যত দিন যাচ্ছে ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম । যার এক ভয়াবহ কূ প্রভাব পড়ছে দেশের অভ্ভন্তরের পরিবহন ব্যবস্থার উপর । আর এই জ্বালানি তেলের লাগামছাড়া মূল্য বৃদ্ধির ফলে স্বভাবতই বৃদ্ধি পাচ্ছে পরিবহনের খরচ । দেশের সাধারণ মানুষ এই জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে এক চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে অগ্রসারিত হচ্ছে । শনিবার দুর্গাপুরের রাজবাঁধ বাস স্ট্যান্ড থেকে জ্বালানি তেলের মাত্রাতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক অভিনব পদ্ধতিতে কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল করা হয় । স্থানীয় রাজবাঁধ বাস স্ট্যান্ড থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিলটি রাজবাঁধের নিকট একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার কার্যালয়ের কাছে এসে শেষ হয় ।

-Advertisement-
Debesh Chakraborty congress

এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী ও অন্যান্য কংগ্রেস সমর্থকবৃন্দ । ওই বিক্ষোভ সমাবেশে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন , যতদিন মোদী সরকার ভারতবর্ষে ক্ষমতায় থাকবে , ততো দিন ভারতবর্ষ পিছিয়েই থাকবে সবদিক থেকে অন্যান্য দেশের তুলনায় । আজকের এই বিক্ষোভ মিছিলের প্রধান দ্রষ্টব্য বিষয় ছিল জ্বালানি তেলের প্রতিবাদে গরুর গাড়ি নিয়ে মিছিল । শনিবারের কংগ্রেসকে এই প্রতিবাদ মিছিল ছিল একপ্রকার নজর করার মতন ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-