সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ফের দলবদল, বড় সড় ভাঙ্গন গেরুয়া শিবিরে। শনিবার কোতুলপুর বিধানসভার জয়পুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ২২০০ পরিবার। জয়পুরের অনুষ্ঠিত তৃণমূলের কর্মী সভায় বিজেপি ও সিপিএম ছেড়ে ৭০০ পরিবারের ২২০০ মানুষ কে তৃণমূলদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোতুলপুরের বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এর রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা |
মন্ত্রী শ্যামল সাঁতরা জানান জয়পুর ব্লকের বিভিন্ন অঞ্চলে হেতিয়া, গেলিয়া, অঞ্চল সহ ৯ টি অঞ্চল থেকে বিজেপি এবং সিপিএম ছেড়ে ওই পরিবার গুলো তৃণমূল কংগ্রেস এ যোগদান করলেন। বিজেপি যুব মোর্চার অঞ্চল সভাপতি সহ বেশ কিছু কর্মী প্রায় ৩৫০ এর বেশি বিজেপি পরিবার ছেড়ে তৃণমূল কংগ্রেস এ যোগ দিয়েছেন। আগামী ২০২১ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের সংগঠন কে মজবুত করে ভোট যুদ্ধের আগাম প্রস্তুতি সেরে নিচ্ছে শাসক দল। তৃণমূলের দাবি ২০২১ বিধানসভায় ফের রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস সরকার এমনি কথা বলেন ।
বড় সরো ধ্বস গেরুয়া শিবিরে , বিজেপি ছেড়ে একাধিক কর্মীর তৃণমূলে যোগদান –
-Advertisement-