-Advertisement-

দুর্গাপুরে পর পর দুজন প্রশাসনিক আধিকারিক করোনা আক্রান্ত , দুর্গাপুরবাসী কি আদৌ সুরক্ষিত –

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুর প্রশাসনিক ভবনের একজন পদস্থ আধিকারিক গত ২ দিন আগে করোনা আক্রান্ত হওয়ার পরেই প্রশাসনিক ভবনের আরও প্রায় ৫০ জনের তড়িঘড়ি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় | এরই মধ্যে দুর্গাপুর প্রশাসনিক ভবন জরুরি ভিত্তিতে আগামী সোমবার পর্যন্ত বন্ধ রাখার কথা ঘোষণা করা হয় সরকারী ভাবে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে | সেই থেকে আক্রান্ত আধিকারিককে রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে।

-Advertisement-

এর আগে তিনি ঠিক কতজনের সংস্পর্শে এসেছিলেন সে ব্যাপারেও রীতিমত তদন্তও শুরু করেছিল পুলিশ। আর এর পরেই শুরু হয় দ্বীতিয় স্তরের বিপত্তি | আবারও প্রশাসনিক ভবনের এক পদস্থ আধিকারিকের শরীরে পাওয়া গেলো করোনার সংক্রমণ | তাই স্বভাবতই শহর দুর্গাপুর ব্যাপী আবার নতুন করে দানা বাঁধলো করোনা ত্রাস |

মহকুমা শাসক অনির্বাণ কোলে এ বিষয়ে জানান “সোমবার পর্যন্ত এখন যেহেতু সব বন্ধই আছে। মঙ্গলবার দফতর খুললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে। ভয়ের কোন কারন নেই। কারন তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকের-ই পরীক্ষা এবং কোয়ারেন্টাইনের বন্দোবস্ত করা হবে।”

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-