-Advertisement-

প্রধানমন্ত্রী মোদীর আয়ুষ্মান ভারতের সাথে একত্রিত হলো পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী স্কিমের সাথে –

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটি ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের সাথে একীভূত হয়েছে , এই উন্নয়নের সাথে পরিচিত লোকেরা জানিয়েছেন। রাজ্যে স্বাস্থ্য সাথীর নামে কেবল মাত্র একটি করে মেডিকেল বীমা স্কিম থাকবে বলে তারা জানিয়েছে ।

-Advertisement-


গোটা দেশ থেকে বটেই , পশ্চিমবঙ্গের বহু রোগী তামিলনাড়ুর ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ বা সিএমসিতে চিকিৎসার জন্য যান। এবার যাঁরা সিএমসিতে চিকিৎসার জন্য যান তাঁদের জন্য সুখবর। এবার থেকে রাজ্য সরকারের বিনামূল্যের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র আওতায় চলে এল ভেলোরের সিএমসি। একইভাবে দিল্লির এইমসও এবার থেকে স্বাস্থ্যসাথীর আওতায় চলে এল ।
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ৪৭ লক্ষ সুবিধাভোগী ছিল এবং রাজ্য থেকে প্রায় ১.৫০ কোটি পরিবার আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করেছিলেন।
সূত্রের খবর : সংযুক্তির পরে , স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এখন প্রায় কোটি মানুষে এর আওতায় এসেছে ।
AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-