সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : দুর্গাপুরের বিভিন্ন কারখানা গুলোতে প্রায়শই শ্রমিক বিক্ষোভ লেগেই থাকে কোনও না কোনও কারণে | অনুরূপ গত রবিবার দুর্গাপুরের বাঁশকোপা শিল্পতালুকের নিও মেটালিক কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন ওই কারখানার শ্রমিকেরা | সূত্রের খবর অনুযায়ী কয়েকদিন আগে ওই কারখানার ঠিকা শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায় |

কারখানার স্থায়ী শ্রমিকরাও সামিল হওয়ার কারণে এক শ্রমিককে শনিবার কারখানা কর্তৃপক্ষ শোকজ করে। এই খবর পেয়েই ওই কারখানার আরও ৫০ জন শ্রমিক রবিবার সকাল থেকে তাদের কাজ বন্ধ করে বিক্ষোভে যোগদান করে | ওই কারখানায় কর্মরত শ্রমিকদলের অভিযোগ যে কারখানা কতৃপক্ষ তাদের উপর শোষণ চালাচ্ছে | এই দিন শ্রমিকদের সমস্ত ঘটনার কথা তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়ালকে জানিয়েছে আন্দোলনরত সমস্ত শ্রমিকেরা |