সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : যখন দুর্গাপুর প্রশাসনিক ভবনের আরও তিনজন করোনা আক্রান্ত হয়েছেন | ঠিক সেই সময়েই এই প্রশাসনিক দফতরের প্রথম করোনা আক্রান্ত সরকারী আধিকারিক চার দিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দুর্গাপুরের করোনা হাসপাতাল থেকে | ওই সরকারী আধিকারিক সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে তিনি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাতকারে বলেন ওই হাসপাতালের পরিষেবা সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা নিয়ে ভূয়সী প্রশংসা করেন। সরকারী ওই আধিকারিক দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে জানান যে সাধারন মানুষের স্বার্থে বিভিন্ন জায়গায় মহকুমা প্রশাসনের কর্মী ও আধিকারিকদের বিভিন্ন জায়গায় কাজে যেতে হয়। সে রকমই কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমে করোনা নিয়ে তিনি ভীত হয়ে পরলেও পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি বুঝতে পারেন যে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করালে করোনাকে জয় করা সম্ভব | প্রশাসনিক ভবনের এই আধিকারিকের সুস্থ হওয়াতে কিছুটা হলেও স্বস্তি পেলো দুর্গাপুরবাসী |
দুর্গাপুর প্রশাসনিক দফতরের প্রথম করোনা আক্রান্ত সরকারী আধিকারিক সুস্থ , ফিরলেন বাড়িতে –
-Advertisement-