-Advertisement-

ভারত সরকার ৫৯ টি চীনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করল , টিক-টোক, ইউসি ব্রাউজার, ওয়েচ্যাট তালিকায় অন্তর্ভুক্ত –

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : একটি বৃহত্তর বিকাশে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রক, টিক-টোক সহ ৫৯ চীনা অ্যাপস নিষিদ্ধ করল। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে – “কেন্দ্র এইসব অ্যাপ্লিকেশন ব্যবহার সম্পর্কে , তাদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে” । কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে জানানো হয়েছে , ভারতীয় সাইবার সুরক্ষা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৫৯টি অ্যাপ দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, দেশের সুরক্ষার জন্য অত্যন্ত ক্ষতিকর ! সে জন্যই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করা হল।

-Advertisement-


শুধু তাই নয় এই সব অ্যাপ্লিকেশনগুলি অপব্যবহার সম্পর্কিত বিভিন্ন প্রতিবেদন সহ ভারতের বাইরের লোকেশন রয়েছে এমন সার্ভারগুলিতে অননুমোদিত পদ্ধতিতে ব্যবহারকারীদের ডেটা চুরির অভিযোগ জমা পড়েছে ভারত সরকারের কাছে ।
এর আগেও একাধিক বার ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্টরি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে একাধিক চিনা সংস্থার বিরুদ্ধে। এর মধ্যে চিনের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রি প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র নামও রয়েছে ।
সুতরাং, ভারতীয় সাইবারস্পেসের সার্বভৌমত্ব রক্ষার এবং কোটি কোটি ভারতীয় মোবাইল ব্যবহারকারীর স্বার্থ নিশ্চিত করার পদক্ষেপে সরকার জানিয়েছে যে এটি চীনের ডিজিটাল সিল্ক রুটের উচ্চাভিলাষকে এক বড়সড় ধাক্কা।

AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-