সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আমপান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার হাজার হাজার বাড়ি । সেই বাড়ির মালিকদের আর্থিক ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার ।
যাদের বাড়ি আদেও ক্ষতি হয়নি এবং তাদের পাকা বাড়ি আছে এমন বহু তৃণমূলের সদস্যরা আমপান ঝড়ের টাকা পেয়েছে ।
‘বেগতিক’ দেখে ওইসব ব্যক্তিরা ক্ষতিপূরণের টাকা প্রশাসনের ভয়ে ফেরত দিতে বাধ্য হচ্ছে । সবথেকে অদ্ভুত যে ঘটনাটি ঘটলো , সরকারি কোষাগারে ফিরল প্রায় ২০ লক্ষ টাকা।
শুধুমাত্র মথুরাপুর ২ ব্লকেই ১০৩ জনের কাছ থেকে সরকারি ক্ষতিপূরণের এই টাকা ফেরত এসেছে বলে জানিয়েছে প্রশাসন। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা বলেন, ‘‘সোমবার পর্যন্ত ১০৩ জনের থেকে টাকা আদায় হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে আদায়ের কাজ শেষ করা হবে।’’ একটি ব্লকের এই চিত্র দেখে চোখ কপালে প্রশাসনের কর্তাদের !
প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য : রাজ্যে সামগ্রিক ভাবে ২১০০টি ভুয়ো ক্ষতিপূরণের অভিযোগ এসেছে বলে শীর্ষ মহল থেকে জানানো হয়েছে । সব অভিযোগই সত্য হলে, সরকারের কাছে ৪ কোটি ২০ লক্ষ টাকা ফেরত আসার কথা। কারণ , প্রধানত বাড়ি মেরামতের জন্য ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই খাতে মাথাপিছু ২০ হাজার টাকা প্রাপ্র্য ।
ব্লক প্রশাসন সূত্রের খবর, প্রথম দফায় ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য সরকারি টাকা পাওয়া যে সব পরিবারের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি বলে তদন্তে জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে টাকা ফেরানোর জন্য প্রশাসনিক ব্যবস্থা করা করা হয়েছে এবং টাকা ফেরত নেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে ।
…AG
রাজ্য সরকারি কোষাগারে ফিরল প্রায় ২০ লক্ষ টাকা –
-Advertisement-