সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : আজ ৩০ শে জুন শেষ হতে চলেছে আনলক-১ ।
বুধবার, ১ জুলাই থেকে শুরু হচ্ছে আনলকের দ্বিতীয় পর্বে ।
গতকালই কেন্দ্রীয় সরকার আনলক-২ এর গাইডলাইন জারি করেছে ।
আজ এক সাংবাদিক বৈঠকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন – এবার থেকে বিয়েবাড়ি ও শ্রাদ্ধবাড়িতে ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। আনলকের প্রথম পর্বে এই সংখ্যাটা ছিল ২৫ জন। তা বাড়িয়ে ৫০ জন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণের সতর্কতায় এক জায়গায় অনেক লোকের জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। রাজনৈতিক জমায়েতের পাশাপাশি নিষেধাজ্ঞা জারি রয়েছে ধর্মীয় জমায়েতেও। যদিও যাঁদের বিয়ে হচ্ছে তাঁদের মন খারাপ। ইচ্ছে থাকলেও ঘনিষ্ঠ, পরিচিতদের ডাকা যাচ্ছে না। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা বিয়ে বাড়িতে আসতে পারবেন না তাঁদের হোম ডেলিভারিতে খাবার পাঠিয়ে দেবেন!”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মর্নিংওয়াকে ছাড় দেওয়ার কথাও ঘোষণা করেন। সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মর্নিং ওয়াক করা যাবে বলে জানান মমতা। তিনি বলেন, “মর্নিং ওয়াক করলে মানুষের মন ভাল থাকে। মর্নিং ওয়াক বন্ধ থাকায় অনেকের অসুবিধা হচ্ছিল। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ মন ভাল না থাকলে শরীরও ভাল থাকবে না।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন – “আগামী কাল, বুধবার থেকে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারত-বাংলাদেশ বাণিজ্য করিডরও খুলে দেওয়া হবে” ।
তিনি বলেন, “আমরা পুলিশকে বলছি , লকডাউন যেখানে বাড়াতে হবে বাড়ান, যেখানে শিথিল করার দরকার মনে করবেন সেখানে তাই করুন।” কন্টেইনমেন্ট জোনে লকডাউন কার্যকর করার ব্যাপারে পুলিশকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
…AG
এবার থেকে বিয়েবাড়িতে ২৫ জনের জায়গায় ৫০ জন , মর্নিং ওয়াকে নেই কোন বাধা , জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় –
-Advertisement-