সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনার সুবিধা নভেম্বরের শেষ অব্দি বাড়ানো হবে। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে জানান – প্রধানমন্ত্রী গরিব কল্যাণ আন্না যোজনার সুবিধা নভেম্বরের শেষ অব্দি বাড়ানো হবে এবং এও জানান জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে ৮০ কোটিরও বেশি লোক বিনা মূল্যে ৫ কেজি চাল বা গম পাবেন।
তদুপরি, এই প্রকল্পের আওতাধীন প্রতিটি যোগ্য পরিবার প্রতিমাসে ১ কেজি ছানা পাওয়ার অধিকারী হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে এই প্রকল্পের সম্প্রসারণের জন্য অতিরিক্ত ৯০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হবে।
তিনি কৃষক ও পরিশ্রমী করদাতাদের ধন্যবাদ জানিয়েছেন । বর্ষা এবং আনলক ২.০-এর পরিপ্রেক্ষিতে জনগণকে নিজের যত্ন নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভাষণে বলেছেন যে মানুষ সামাজিক দূরত্বের ব্যবস্থাগুলি সম্পর্কে দুর্বল হয়ে পড়েছে এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রধানমন্ত্রী নিজের ভাষণে জোর দিয়ে বলেছেন যে কনটেইনমেন্ট জোনগুলিতে যেসব এলাকায় লকডাউন লঙ্ঘন করা হচ্ছে সেইদিকে প্রশাসনকে অনেক মনোযোগ দেওয়া প্রয়োজন।
নরেন্দ্র মোদী এর আগে যতবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন , সেইসব বিষয় গুলি ছিল :
১৯ মার্চ – জনতা কারফিউর ঘোষণা ।
২৪ মার্চ – লকডাউন ১ এর ঘোষণা ।
৩ এপ্রিল – করোনার যোদ্ধাদের সম্মানে প্রদীপ জ্বালান ।
১৪ এপ্রিল – লকডাউন ২ এর ঘোষণা ।
৭ মে – ২০ লক্ষ কোটি টাকার ঘোষণা ।
…AG