সংবাদ ভাস্কর নিউজ : এই মাসের ১৯ তারিখে আসানসোলের জামবাদ কলিয়ারি এলাকায় ধসে তলিয়ে যায় একটা পুরো বাড়ি ও বাড়ির মধ্যে থাকা শাহনাজ খাতুন নামে এক মহিলা। এই ঘটনায় স্থানীয়রা ইসিএলের কাছে পুনর্বাসন ও ধসে নিখোঁজ মহিলাকে উদ্ধারের জন্য বিক্ষোভে সামিল হন | আসানসোলের মেয়র তথা পান্ডবেস্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই মর্মান্তিক ঘটনায় ওই অঞ্চলের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন |
যার ফলে ই সি এল কতৃপক্ষ উদ্ধার কাজ তড়িঘড়ি শুরু করেছে | ঘটনার দিন থেকে একটানা দশদিনের চেষ্টায় জামবাদ খোলামুখ খনি এলাকায় উদ্ধার হল ধসে তলিয়ে যাওয়া শাহনাজ খাতুন নামে ওই মহিলার মৃতদেহ | সোমবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ মাটির নীচের থেকে উদ্ধার করা হয় তলিয়ে যাওয়া ওই মহিলার মৃতদেহ | স্থানীয় জনগণ মৃতদেহটি আটকে রেখে বিক্ষোভ দেখতে শুরু করে ওই এলাকায় | তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও একইসাথে মহিলার মৃতদেহটি পোস্ট মর্টেমের জন্য নিয়ে যায় |