সংবাদ ভাস্কর নিউজ :
দুর্গাপুর ওমেনস’ কলেজের পড়ুয়ারা কলেজের ফি কমানোর দাবিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে একত্রিত ভাবে ওই কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখালো সোমবার। মঙ্গলবার সেই প্রতিবাদে আরো এক ধাপ বাড়িয়ে একেবারে কলেজে ঢোকার মূল ফটকে তালা ঝুলিয়ে দিল ওই কলেজের ছাত্রীরা। ফলে কলেজের ভেতরে আটকে পড়েন অধ্যাপিকা থেকে শুরু করে কলেজের কর্মীরা।
দুর্গাপুর মহিলা কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক পারমিতা ভট্টাচার্য্য জানিয়েছে যে ” দুদিন ধরে ফি কমানোর দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু তা সত্বেও কলেজের অধ্যক্ষা আমাদের কথায় কর্ণপাত করছেন না। আমাদের কোনো সুবিধা অসুবিধা ওনারা দেখছেন না তাই বাধ্য হয়ে আজ আমরা কলেজের গেটে তালা মেরে দিয়েছি।”
ওই কলেজের অধিকাংশ ছাত্রীদের কথায় লক ডাউন আবহের মধ্যে একেই সবার আর্থিক অবস্থা খুবই খারাপ, আবার তার উপড় কলেজে ডেভলপমেন্ট ফি চাইছে , এই পরিস্থিতিতে কিভাবে এই ফী দেওয়া সম্ভব সেখানে কলেজের কোনো উন্নতি নেই। এদিনের এই ঘটনায় কলেজ কতৃপক্ষ কোনও রূপ উত্তর দেননি । সুতরাং এই করোনা আবহে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো যে একপ্রকার তুঘলকি চরিত্রের প্রমাণ দিচ্ছে , সেই ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই।