-Advertisement-

দুর্গাপুরের একটি নামজাদা সুপার স্পেশালিটি হসপিটালের ৩ চিকিৎসক সহ করোনা আক্রান্ত আরও ২

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ : দুর্গাপুরে করোনা ভাইরাসের প্রভাব যতোই দিন যাচ্ছে ততোই যেন আরও অধিক মাত্রায় প্রভাব বিস্তার করে চলেছে | একের পর এক দুর্গাপুরের সাধারণ মানুষেরা ধীরে ধীরে এই করোনার কবলে পরে যাচ্ছে | আর এই কারণেই দুর্গাপুরের সাধারণ মানুষের স্বাভাবিক ভাবেই একটা আতঙ্ক যেন কোনও মতেই পিছু ছাড়ছেনা |

-Advertisement-

কিছুদিন আগে দুর্গাপুরের প্রশাসনিক ভবনের কয়েকজন এই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিলো | অনুরূপ আবার মাত্র দিন কয়েকের মধ্যেই দুর্গাপুরের একটি নামজাদা সুপার স্পেশালিটি হাসপাতালেও থাবা বসালো করোনা | ওই হাসপাতালেই আক্রান্ত হলেন তিনজন চিকিৎসক সহ দুজন অপারেশ থিয়েটারের টেকনিশিয়ান। এদের মধ্যে মধ্যে দুজনকে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি করা হলে বাকি তিনজন অ্যাসিমমোটম্যাটিক থাকায় আপাততঃ তাঁরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সূত্র থেকে জানতে পারা গেছে এদের মধ্যে অধিকাংশই দুর্গাপুরের বিধাননগর এর সালারপুরিয়া আপার্টমেন্টের বাসিন্দা | জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিষ হালদার জানান যে বিধাননগরের বেসরকারী হাসপাতালের তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত।

এই বিষয়ে দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে বিধাননগরের ওই বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের তিনজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত। তবে তিনজন চিকিৎসক যেহেতু অ্যাসিমটোমেটিক তাই আপাতত তাঁরা হোম কোয়ারেন্টাইনেই থাকবেন বলে অনুরোধ জানিয়েছেন | আর বাকি দুজন টেকনিশিয়ানের মধ্যে করোনার লক্ষন দেখা গেছে তাই তাদেরকে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে | শিল্পাঞ্চল দুর্গাপুরের বুকে একের পর এক সাধারণ মানুষ করোনা আক্রান্ত হওয়ার ফলে এই করোনা আতঙ্কে যে সমগ্র দুর্গাপুরবাসী এক প্রকার চিন্তিত সেই ব্যাপারে সন্দেহের কোনও অবকাশই নেই |

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-