সংবাদ ভাস্কর নিউজ : বেআইনি ভাবে দুর্গাপুরের সাগরভাঙ্গায় বৃহস্পতিবার আটকে গেলো স্থানীয় নিউ তাঁতীপাড়ায় এক নাবালিকার বিয়ে | স্থানীয় সূত্র অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সকালে একপ্রকার গোপনেই চলছিল ওই নাবালিকার বিয়ের তোড়জোড় | সূত্রের খবর অনুযায়ী প্রায় একবছর আগে কোনও এক বিয়ে বাড়িতে পরিচয় হয়েছিল ওই নাবালিকার সাথে এক যুবকের | সেই সূত্রেই চলতে থাকে দুজনার মধ্যে প্রেম – ভালোবাসা |
সেই সূত্রেই বৃহস্পতিবার দুর্গাপুরের সগরভাঙ্গায় নিউ তাঁতি পারায় আয়োজন করা হয় ওই নাবালিকার বিয়ের জন্য তোড়জোড় | বৃহস্পতিবার এই ঘটনার খবর জানাজানি হতেই ওই এলাকায় শুরু হয় একপ্রকার চাঞ্চল্য | এই খবর পৌঁছায় পশ্চিম বর্ধমান জেলার চাইল্ড লাইনে সেই খবর তারা স্থানীয় কোকোভেন থানার পুলিশকে জানায় | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ | একইসাথে এই খবর পেয়ে স্থানীয় ২৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অংকিতা চৌধুরী ঘটনাস্থলে পৌঁছায় | কোকোভেন থানার পুলিশ ও চাইল্ড লাইনের সদস্যরা একইসাথে পৌরমাতা ওই নাবালিকার সঠিক বয়সের নথিপত্র দেখতে চায় নাবালিকার পরিবারের কাছে | কোনোরুপ বৈধ নথি না দেখাতে পারায় ওই নাবালিকা ও তার মাকে পুলিশ স্থানীয় কোকোভেন থানায় নিয়ে যায় |
পুলিশ সূত্রে জানাগেছে , নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে একটা মন্দিরে | পাত্রের বাড়ি দুর্গাপুরের মায়াবাজারে , সূত্রের খবর অনুযায়ী পাত্রটি একটি বেসরকারী কারখানায় কাজ করে | পশ্চিম বর্ধমান জেলা চাইল্ড লাইন প্রজেক্টের কোঅর্ডিনেটর জানিয়েছেন যে ‘ আমরা আমাদের কাজ করেছি এবারে আইন যা করার করবে ‘ | একইসাথে তারা জানিয়েছেন যে যদি ওই নাবালিকাটি পড়াশুনা করতে ইচ্ছুক থাকে , তবে সেই ব্যবস্থা তারা করে দেবেন বলে জানিয়েছেন | একইসাথে ২৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অংকিতা চৌধুরী জানিয়েছেন ‘ খুবই অনুচিত কাজ হচ্ছিলো ওই নাবালিকার সাথে , তাই আমরা পুলিশকে সাথে নিয়ে সেই বিয়ে বন্ধ করে দেই | এই ঘটনার ফলে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয় |