সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা আজ অব্দি এসে দাঁড়ালো ৬,২৫,৫৪৪ , তারমধ্যে একটিভ কেস গুলি হল সংখ্যায় ২,২৭,৪৩৯ । সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আজ অবধি তার সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩,৭৯,৮৯২ ।
মোট মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৮,২১৩ । লকডাউন ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ।
বৃহস্পতিবার আইসিএমআর জানিয়েছে যে, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের (বিবিআইএল) সঙ্গে যৌথভাবে কোভিড –19 ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করছে ।
একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, আইসিএমআরের মহাপরিচালক বলরাম ভার্গব জানিয়েছেন যে আইসিএমআর ১৫ ই আগস্টের মধ্যে কোভিড –19 ভ্যাকসিন চালু করার লক্ষ্য নিয়েছে ।
…AG