-Advertisement-

দুর্গাপুর ব্যারেজের জলে ভাসছে একটি মৃতদেহ , চাঞ্চল্য এলাকায় –

দুর্গাপুর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সবে সূর্য উদয় হয়েছে পুব আকাশে , দুর্গাপুর ব্যারেজের জলাধারে ভাসছে একটি মৃতদেহ । আর তাতেই যত বিপত্তি নিমেষের মধ্যে ছড়িয়ে পড়লো স্থানীয় এলাকার জনগণের মধ্যে । স্থানীয় এলাকার বাসিন্দারা প্রথমে মৃতদেহটি ওই জলাধারে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি আসে ঘটনাস্থলে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ওই মৃতদেহটির পরনে ছিল হাফ প্যান্ট ও গায়ে গেঞ্জি । মৃত ওই ব্যক্তির শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সঠিক পরিচয় জানা যায়নি । কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যাপারে বড়জোড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-