সংবাদ ভাস্কর নিউজ :: ৩ ‘রা জুলাই মুচিপাড়ায় সি.আই.টি.ইউ সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে ২-৪ জুলাই ভারতব্যাপী কলয়া খনি ধর্মঘটের সমর্থনে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবী ছিল কয়লাখনি বেচে দেওয়া চলবে না, ১০০ দিনের কাজ ২০০দিন করতে হবে, মাসে নুন্যতম ১০ কেজি খাদ্যশস্য দিতে হবে,ট্যাক্স দেয় না এমন পরিবারকে আগামী ৬ মাস নুন্যতম মাসিক ৭৫০০ টাকা অর্থসাহায্য দিতে হবে, শ্রমিক বিরোধী শ্রম আইন সংশোধন করা চলবে না।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন CITU বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী, পঙ্কজ রায় সরকার, INTUC নেতা উমাপদ দাস,স্বপন ব্যানার্জী সহ অন্যান্য কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সকলেই কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী ও দেশবিরোধী নীতি, লকডাউন ও আমফান পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকারের সার্বিক ব্যর্থতা ও তৃণমূলের দুর্নীতিকে চাঁছাছোলা ভাষায় আক্রমন করেন। প্রসঙ্গতঃ উল্লেখ্য BMS এই ধর্মঘটে সামিল থাকলেও তৃণমূল শ্রমিক সংগঠন INTTUC এই ধর্মঘটে অংশগ্রহন করে নি।