সংবাদ ভাস্কর নিউজ : দূর্গাপুর শহরের কোকওভেন থানার অন্তর্গত দুর্গাপুর রেলওয়ে স্টেশনের নিকট থেকে একটি সজারুকে উদ্ধার করে স্নেক এন্ড ওয়াইল্ড লাভারস এর সদস্যরা | বন দফতরের কর্মীরা এই সজারুটিকে স্থানীয় কোকওভেন থানার হাতে তুলে দেয় | এই সজারুটির ওজন আনুমানিক দশ কিলো |
-Advertisement-
বন দফতরের কর্মীরা এই সজারুটিকে পরে নিয়ে যায় স্থানীয় কাঁকসা অঞ্চলের দেউল জঙ্গলে | সেখানেই বন দফতরের কর্মীরা ওই সজারুটিকে ছেড়ে দেয় | এই সজারুটিকে দেখতে স্থানীয় জনগণের ভীড় ছিল নজর কারার মতন |