-Advertisement-

দুর্গাপুরে বেহাল রাস্তায় মাছ ছেড়ে অভিনব কায়দায় প্রতিবাদ বামপন্থী সংগঠনগুলির –

দুর্গাপুর

দুর্গাপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাগুলো । আর এই বেহাল গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কার দীর্ঘদিন ধরে না হওয়ার ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা । আহত হচ্ছে বহু সাধারণ মানুষ । আর এই বেহাল রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে অভিনব কায়দায় দুর্গাপুর স্টেশনএর প্রবেশ পথ একইসাথে সগরভাঙ্গায় ৪ নম্বর বোরো কমিটির কার্যালয়ের সামনের বনফুল সরনীতে রাস্তার উপর মাছ ছেড়ে রাস্তা দীর্ঘক্ষণ অবরোধ করে প্রতিবাদ করে এস .এফ .আই , ডি .ওয়াই .এফ .আই , এ .আই .ডি .ডাবলু .এ ও সি .আই .টি .ইউ যৌথ ভাবে ।

-Advertisement-

এই এলাকায় দীর্ঘক্ষণ পুলিশকে দাড় করিয়ে রাখা হয়েছিল । দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর পুলিশ প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুত এই রাস্তা মেরামতির কাজ শুরু করা হবে । যতদিন না দুর্গাপুরের আরও অন্যত্র বেহাল রাস্তাগুলো ঠিক করা হয় , ততদিন পর্যন্ত এস .এফ .আই , ডি .ওয়াই .এফ .আই , এ .আই .ডি .ডাবলু .এ ও সি .আই .টি .ইউ এই প্রতিবাদ চালিয়ে যাবে বলে দাবি করেছে ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-