-Advertisement-

তৃণমূল কর্মীর নেতাকর্মীদের মনোভাব নিয়ে উঠছে প্রশ্ন ! ২১’এ জুলাই সমাবেশ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় –

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সূত্রের খবর – রবিবার আলিপুরদুয়ারের বুথ সভাপতি দের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি দিলেন ওই জেলার তৃণমূল নেতৃত্ব ।
এই দিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন – “একুশে জুলাই পালন না করলে সেই বুথের সভাপতি যেন পরের দিন আর সভাপতি না থাকে” ।
একদম পরিষ্কার । কেউ অসুস্থ থাকলে আলাদা ব্যাপার । কিন্তু বাধ্যতামূলকভাবে একুশে জুলাই শহীদ বেদিতে মালা দিতেই হবে ।
প্রত্যেক বছরে একবার , এই একুশে জুলাই এর সময় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা একসঙ্গে একজোট হন একই মঞ্চে এবং সাধারণ তৃণমূল কংগ্রেসের যত কর্মীবৃন্দ রয়েছেন তারা এই সময়টাই তারা তাদের নিজেদের নেতা-নেত্রীদের সামনাসামনি দেখার সুযোগ পায় ।
কিন্তু এইবার করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলায় ধর্ম তলায় এই সমাবেশ করা উচিত হবে না সম্ভব হবে না বলে জানান তৃণমূলের উচ্চ নেতৃত্ব ।
তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব জানিয়েছেন যে প্রত্যেক স্তরের নেতাকর্মীরা যাতে শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর আয়োজন করে একুশে জুলাই তে তাও আবার সেটা প্রত্যেক বুথে বুথে ।
AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-