সংবাদ ভাস্কর নিউজ : করোনা ভাইরাসের সংক্রমণ পিছু ছাড়েনি দুর্গাপুরের এক অভিজাত বস্ত্র বিপণীর ক্লথ স্টোর্স কান্তা ক্লথ স্টোর্স এর কতৃপক্ষরেও | ঘটনার সূত্রপাত , গত পয়লা জুন ২০২০ থেকে দুর্গাপুরের এই বস্ত্র বিপণীর দোকানটি মোহিত শিকারিয়া নিজে স্বয়ং দেখাশুনা করছিলেন |
১৪ ই জুন রাতে এই বস্ত্র বিপণীর কর্ণধার মোহিত শিকারিয়ার কাকার প্রথম করোনা সংক্রমণ ধরা পরে | এর ফলে ১৫ ই জুন থেকে এই বস্ত্র বিপণীর কতৃপক্ষ স্বেচ্ছায় জনসাধারণের সচেতনতার স্বার্থে তাদের দোকানটি বন্ধ করে দেয় | একইসাথে ওই দোকানে কর্মরত সমস্ত কর্মচারীদেরকেও করোনার পরীক্ষা করানো হয় | ওই সমস্ত কর্মচারীদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে | একইসাথে দুর্গাপুরের এই অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানটি সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হয় | আর এই বস্ত্র প্রতিষ্ঠান এর সকল পরিবার স্বইচ্ছায় নিজেদেরকে ১৪ দিনের জন্য কোরেন্টাইন এ রাখে | এর মধ্যে ওই দোকানটিকে বহুবার সানিটাইসিং করা হয় |

পুরো দোকানটিকে সম্পূর্ণরূপে সানিটাইসিং করার পরেও আরও বেশ কিছুদিন যাবৎ সম্পূর্ণরূপে দোকানটিকে বন্ধ রাখা হয় জনসাধারণের সুরক্ষার্থে | এরই মধ্যে এই বস্ত্র প্রতিষ্ঠানের প্রত্যেকটি সদস্য সবসময় প্রশাসনের সাথে সহযোগিতা করে চলেছে | বর্তমানে এই বস্ত্র বিপনীর সাথে যুক্ত প্রত্যেকেই সুস্থ প্রশাসনের মতে | তাই প্রশাসনের ছাড়পত্র ও সম্মতি নিয়েই একইসাথে সমস্ত প্রকার সচেতন বিধিকে বিশেষভাবে প্রাধন্য দিয়ে মঙ্গলবার অর্থাৎ ৭ ই জুলাই থেকে দুর্গাপুরের এই অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানটি আবার স্বমহিমায় তাদের দোকান খুলেছে |