-Advertisement-

দক্ষিণ শহরতলির বিদায়ী জেলা সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগে এক নতুন ঝলক , Exclusive audio out , অভিযোগকারিণী নাকি ৩৫ লক্ষ টাকার বিনিময় কেস তুলে নেবেন , গুজব বিজেপিতে –

কলকাতা পশ্চিমবঙ্গ শিরোনাম এই মুহূর্তে

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : কিছুদিন আগে কলকাতা দক্ষিণ শহরতলির বিদায়ী জেলা সভাপতির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস – প্রতারণার অভিযোগ এনেছিলেন দলেরই এক প্রাক্তন বিজেপি কর্মী । সভাপতির বিরুদ্ধে একাধিক মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ । বিগত বিজেপির দলের ভিতরে কয়েকদিন ধরে এই ঘটনাটি কে নিয়ে কর্মীদের মধ্যে নানা মুনির নানা মত । সোমনাথ ব্যানার্জির অনুগামীরা দলের ভেতরে বলছেন তাদের বিদায়ী জেলা সভাপতি সোমনাথ ব্যানার্জি চারদিনের মাথায় ফিরে আসবেন কেউ কেউ তো আবার বলছে সাত দিনের মাথায় উনি ফিরে আসবেন । আদেও কি এতগুলো ধারায় মামলা রুজু হওয়ার পরও কি উনার সাত দিনের মাথায় ফিরে আসা সম্ভব ? দলেরই ভিতরে একাধিক কর্মীদের মধ্যে উঠছে প্রশ্ন । এরই মধ্যে আবার দক্ষিণ শহরতলির বিদায়ী জেলা সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগে এক নতুন খবর আসে সোমনাথ ব্যানার্জির অনুগামীদের থেকে । খবরটি হলো – অভিযোগকারিণী নাকি ৩৫ লক্ষ টাকার বিনিময় কেস তুলে নেবেনসত্যিই কি তাই ?

-Advertisement-


এই বিষয়টির সত্যতা জানতে আমাদের সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক এর তরফ থেকে , অভিযোগকারিণীর সাথে এক বিশেষ সাক্ষাৎকারে উনি আমাদের জানান যে এই খবরটি পুরোপুরি একটি ভুয়া খবর যার মধ্যে কোন সত্যতা নেই তিনি আরো জানিয়েছেন যে – এই মামলার শেষ দেখে ছাড়বেন তিনি

সবথেকে বড় প্রশ্ন হলো এটাই – সোমনাথ ব্যানার্জির অনুগামীদের থেকে বারবার এরকম ভিত্তিহীন গুজব কেন ছড়ানো হচ্ছে নিজেদের দলের মধ্যে ? তাহলে কি বিদায়ী জেলা সভাপতির পদে কে বসবেন সেই নিয়ে কি বিদায়ী সভাপতির অনুগামীরা জেনে বুঝে নিজের পদ বাঁচানোর চেষ্টা করছেন , বাকি জেলার নেতৃবৃন্দদের মিসগাইড করে ? উঠছে প্রশ্ন ?

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-