সংবাদ ভাস্কর নিউজ : মঙ্গলবার বিকেল প্রায় ৪ টা নাগাদ কোলকাতা থেকে বিস্কুট বোঝাই একটি দশ চাকা লরি পশ্চিম বর্ধমানের অন্ডালের নিকট মোহনপুরে ২ নম্বর জাতীয় সড়কের উপর হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে সাংঘাতিক ভাবে উল্টে যায় | এই লরিটির গতিবেগ এতোটাই বেশী ছিল যে উল্টে যাওয়ার সাথে সাথেই ওই লরিটির গতিমুখ পরিবর্তিত হয়ে ডিভাইডার পেরিয়ে পুনরায় কলকাতা মুখী হয়ে যায় | একইসাথে রাস্তার উপর পুরোপুরি উল্টে যায় লরিটি |
এই ঘটনার ফলে কার্যত অন্ডালের কাছে ওই জায়গায় ২ নম্বর জাতীয় সড়কের উপর বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায় | ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ এসে বেশ কিছুক্ষন পরে ওই লরিটিকে রাস্তার উপর থেকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে | যার ফলে ২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে ওই জায়গায় যান চলাচল স্বাভাবিক হয় | এই ঘটনায় লরিটির চালক ও খালাসি গুরুতর জখম হয় | শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য |