সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বেহালার মেয়ে সমদীপ্তা মুখোপাধ্যায়ের গান শুনে মুগ্ধ হলেন গায়িকা লতা মঙ্গেশকর ।
বিশ্ব সঙ্গীত দিবসে হঠাৎ করেই সমদীপ্তা মুখোপাধ্যায়ের মনে হয়েছিল একটু অন্য রকম কিছু করলে কেমন হয় ?
তাই তিনি মোৎজার্টের ৪০ নম্বর সিম্ফনি, জি মাইনরকে ভারতীয় সরগমে গেয়ে পোস্ট করে দিয়েছিলেন ফেসবুকে ।
সোমবার দুপুরের হঠাৎই দেখেন যে তার গানটি ভাইরাল হয়েছে এবং খোদ লতা মঙ্গেশকর নিজের টুইটার হ্যান্ডেল থেকে তার গানটি শেয়ার করেছেন ।

লতা মঙ্গেশকরের টুইটার পোস্ট এর পরেই সমদীপ্তা মুখোপাধ্যায়ে খুব আনন্দে মেতে ওঠেন ।
ছুট্টে গিয়ে বাবা-মা’কে খবরটা দিতেই কেঁদে ফেলেন মা। বাবা মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন, ‘‘এ বার থেকে ভাল গাওয়ার দায়িত্ব আরও অনেক বেড়ে গেল।’’
ততক্ষণে সমদীপ্তা ভাইরাল। ফেসবুক জুড়ে ঘুরছে তাঁর গান, সঙ্গে লতাজির টুইট ।
বেহালার সমদীপ্তা মুখোপাধ্যায়ে কেমন করে যেন চলে এসেছেন লাইমলাইটে । মিডিয়ার ফোন, বন্ধুদের ফোন, এ রকম আগে কোনওদিন হয়নি তাঁর সঙ্গে।