-Advertisement-

পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৭ তম জন্মশতবার্ষিকী পালিত হলো দুর্গাপুরে –

দুর্গাপুর পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১০৭ তম জন্মশতবার্ষিকী পালিত হলো দুর্গাপুরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে | বুধবার দুর্গাপুর নগর নিগমে ডি .এম .সি এমপ্লয়ীজ ইউনিয়ন , এ .ডি .ডি .এ এমপ্লয়ীজ এসোসিয়েশনডি.ভি .সি এমপ্লয়ীজ ইউনিয়ন এর উদ্যোগে ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম একইসাথে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক এর সহোযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয় |

-Advertisement-

এই রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন | আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ জেলা সেক্রেটারি বংশগোপাল চৌধুরী , প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী , দুর্গপুরের প্রাক্তন মহানাগরিক রথীন রায় , বিনয় কৃষ্ণ চক্রবর্তী , শ্যামা ঘোষ ও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ | আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিটি সম্পূর্ণ ভাবে শারীরিক দূরত্ব ও সচেতনতাকে প্রাধান্য দিয়েই অনুষ্ঠিত করা হয় |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-