কর্মকার (কলকাতা) : হরিদেবপুর থানা এলাকার কলুয়া বাদামতলার বাসিন্দা অনিকেত দাস (২০) নামের এক তরুণ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করতে গিয়ে গুরুতর আহত হয়। ওই অবস্থায় বৃহস্পতিবার তাকে ঠাকুরপুকুর কস্তুরী নার্সিং হোমে ভর্তির জন্য নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। কিন্তু পেসেন্টকে ভর্তি করতে অযথা গাফিলতি ও দেরী করায় তার নার্সিং হোমেই মৃত্যু হয় বলে বাড়ির লোকের অভিযোগ।
এরপরই বাড়ির লোকেরা উত্তেজিত হয়ে নার্সিং হোম ভাঙচুর করে বলে জানা গিয়েছে। কিন্তু নার্সিং হোম কতৃপক্ষের দাবি ওই ছেলেটিকে মৃত অবস্থাতেই নার্সিং হোমে আনা হয়েছিল। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় বলে জানা গিয়েছে ।