-Advertisement-

পশ্চিম বর্ধমানের লাউদোহায় কলেজ পড়ুয়ার রহস্যজনক মৃত্যু –

পশ্চিমবঙ্গ বর্ধমান

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : সারারাত কোনও খোঁজ পাওয়া যায়নি যুবকটির | অবশেষে ফরিদপুর থানার লাউদোহা এরিয়া অফিস সংলগ্ন জঙ্গলে একটি গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় ওই যুবকের মৃতদেহ | রোহিত সূত্রধর নামক ওই যুবকটি খান্দরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল | ওই যুবকটির পরিবারের সূত্র থেকে জানা গেছে যে মঙ্গলবার সন্ধ্যে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় রোহিত ।

-Advertisement-

এরপর সারা রাত আর বাড়ি ফেরেনি। চারিদিকে খোঁজ করেও সন্ধান মেলেনি রোহিতের | হঠাতই বুধবারের সকালে স্থানীয় জঙ্গলের একটি গাছ থেকে রোহিতের ঝুলন্ত দেহ দেখতে পান ওই এলাকার স্থানীয়রা | থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে যুবকটির মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিয়ে যায় | ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে মৃত ওই যুবকটির গায়ে রক্তের দাগ লেগে ছিল | তাই যুবকটির এই মৃত্যু কি নিছকই আত্মহত্যা না খুন সেই ব্যাপারে ইতিমধ্যেই একটি প্রশ্ন স্বভাবতই দানা বেঁধেছে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে | পুলিশ এই ঘটনাটির সত্যতা উদ্ঘাটনের জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে |

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-